নরসিংদীতে বাসচাপায় অটোচালকসহ তিনজন নিহত
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
নরসিংদীর মাধবদীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন। এসময় মাধবদী থেকে আসা একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী বাসটি যাত্রীবাহি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় সাব্বির মারা যায়।
নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির বাসটি ইজিকাইককে চাপা দেয়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরো একজন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরো একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনসহ তিনজন নিহত হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি যব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।



