Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরগামী বাস খাদে পড়ে মা–মেয়ে নিহত

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম

টাঙ্গুয়ার হাওরগামী বাস খাদে পড়ে মা–মেয়ে নিহত

সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের প্রবেশমুখে (শত্রুমর্দন বাঘেরকোনা এলাকার সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘোরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে রওনা দেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে মারা যান।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের টিমও সেখানে পৌঁছায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে আছে। ফায়ার সার্ভিস টিমের সহায়তায় বাসের নিচে চাপা পড়া নিহতদের উদ্ধার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন