রূপগঞ্জে বিএনপি নেতা টুটুলের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম
ছবি : বিএনপি নেতা টুটুলের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা'র ২৬ তম দফা অনুকরণে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশি,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে৷
(২৩ অক্টোবর) বৃহস্পতিবার দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার ভুলতার আল্লাহরদান আড়ৎ মাঠে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, আনোয়ার আব্দুল্লাহ, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরন মাস্টার, নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন, বিএনপি নেতা মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোহেলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় শরীফ আহমেদ টুটুল তার বক্তব্যে বলেন, ৩১ দফার ২৬ তম দফা অনুকরণে আমরা রূপগঞ্জের দরিদ্র রোগীদর মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের বিনামূল্যে পরামর্শ ও ঔষুধ বিতরণ কর্মসূচী পালন করেছি। এভাবে জনগণের মাঝে ৩১ দফার সুফল এবং তা বাস্তবায়ন হলে জনগণের ও দেশের সমৃদ্ধি, উন্নত রাষ্ট্রের দিকে তরান্বিত হবে। তাই ধানের শীষ বিজয়ী করার জন্যে মাঠে আছি। বিগত সময়ে জেল, জুলুম, আওয়ামী অত্যাচারে পরীক্ষিত হিসেবে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন সুযোগ পেলে জনগণের পাশে ছিলাম এবং থাকবো।



