Logo
Logo
×

সারাদেশ

মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবাকে হত্যা, নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ছেলে

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম

মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবাকে হত্যা, নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ছেলে

ছবি : মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবাকে হত্যা, নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ছেলে

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্ত্রীকে ফিরিয়ে আনতে ও মাদক কিনতে টাকা না দেওয়ায় উত্তেজিত হয়ে বৃদ্ধ বাবা আবদুল মালেককে (৮২) ছুরির আঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল ওরফে বাদলকে (৪২) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। এর আগে গতকাল বুধবার বিকাল সোয়া ৪টার দিকে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোডের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল আওয়াল ওরফে বাদল করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামি আব্দুল আওয়াল বাদল প্রায়ই তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ট হয়ে তার স্ত্রী ঘটনার প্রায় তিন মাস আগে তিন সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যান।এরপর থেকে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে এবং মাদকের টাকার জন্য বাদল তার বাবাকে চাপ দিতে থাকেন। এ নিয়ে গত ১৬ অক্টোবর বিকালে তার বাবাকে খুন করারও হুমকি দেন বাদল। গত ১৭ অক্টোবর সকালে ছোট ছেলের স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘরে বসে কথা বলছিলেন আব্দুল মালেক। এ সময় ছুরি হাতে বাদল ঘরে ঢুকে প্রথমে অন্যদেরকে  ঘর থেকে বের করে দেন। পরে তার বাবা আব্দুল মালেকের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় বাদল। পরে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত (১৯ অক্টোবর) করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল ওরফে বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, মামলা দায়েরের পর আসামি আব্দুল আওয়াল ওরফে বাদলকে গ্রেফতারের লক্ষ্যে কাজ করে র‌্যাব। গতকাল বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোডের একটি চায়ের দোকান থেকে র‌্যাব-১১ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বাদল হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন