Logo
Logo
×

সারাদেশ

মব তৈরি করে নারীর টাকা–স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

মব তৈরি করে নারীর টাকা–স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামে এক নারীর বাড়িতে মব তৈরি করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ (৪৬) বুধবার দিবাগত রাতে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন চরগোবিন্দপুর গ্রামের নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের নয়ন হোসেন (২৩), সরাবাড়িয়া গ্রামের কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)। এর মধ্যে নিসান হাসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি, বাকিরা তার সহযোগী কর্মী হিসেবে পরিচিত।

অভিযোগে বলা হয়, কয়েক বছর আগে ফুল কুমারীর স্বামী মারা যান। ঢাকায় পড়াশোনা করা একমাত্র মেয়েকে রেখে তিনি একাই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাতে অভিযুক্তরা দরজা খুলতে বলেন। তিনি অস্বীকার করলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেন। পরে ভয়ভীতি দেখিয়ে দরজা খুলিয়ে ঘরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও গলার সোনার চেইন নিয়ে চলে যান।

ফুল কুমারী গোমেজ বলেন, আমি বারবার অনুরোধ করলেও তারা আমার কথা শোনেনি। মিথ্যা অপবাদ দিয়ে মব তৈরি করে আমার টাকা আর স্বর্ণ নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত ছাত্রদল নেতা নিসান হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মহিলা মদ তৈরি করেন। আমরা বাধা দেওয়ার কারণে হয়তো এমন অভিযোগ করেছেন।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, নিসান হাসান একটি হত্যা মামলার আসামি এবং বর্তমানে জামিনে আছেন। তার বাবা গোলজার হোসেন ধর্ষণচেষ্টা মামলায় জেলহাজতে রয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন