কুড়িগ্রামে বিচারক ও আইনজীবীদের মধ্যে মতবিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম
ছবি-যুগের চিন্তা
বিচার বিভাগের দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, বার ও বেঞ্চের সৌহার্দপূর্ণ সম্পর্কই ন্যায় বিচারের মূলভিত্তি শীর্ষক মত বিনিময় সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা, বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল রিপতি কুমার বিশ্বাস।
এ সময় কুড়িগ্রাম জজ কোর্ট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারক এবং কর্মরত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম আইনজীবী সমিতির মরহুম এটিএম এনামুল হক চাঁদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মুহাঃ ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল খালেক চাঁদ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, অ্যাডভোকেট ইয়াছিন আলী, অ্যাডভোকেট কে এস আলী, অ্যাডভোকেট খুরশীদ আলম প্রমুখ।



