Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম

নরসিংদীতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ

ছবি : যুুগেরচিন্তা

নরসিংদীতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন।

খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে এ বিষয়ে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সভায় এই নির্দেশ দেন তিনি।

সভায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মসূচি অনুসারে জেলায় খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি থেকে পাওয়া ক্রীড়া সামগ্রী যথাযথভাবে বিতরণের জন্য জেলা ক্রীড়া কর্মকর্তাকে তালিকা প্রস্তুত করতে বলা হয়।

জাতীয় পর্যায়ে নরসিংদীর অংশগ্রহণ আছে এমন খেলোয়াড়দের একটি তালিকা করতে বলা হয়। জেলা ক্রীড়া সংস্থায় খেলাধুলার আয়োজন, যথাযথভাবে বাজেট প্রণয়ন এবং খরচের বিষয়ে স্বচ্ছতা আনতে অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করা হয়েছে। স্টেডিয়ামের দোকানগুলো বরাদ্দের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবীর ভুঁইয়া, তৌহিদুর রহমান, আব্দুল কাইয়ূম মোল্লা, মো. নাজমুল আলম ও রফিকুল ইসলাম সুজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন