Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে স্কুলছাত্র নিহত, গ্রেফতার ২

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম

হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে স্কুলছাত্র নিহত, গ্রেফতার ২

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে তুচ্ছ ঘটনার জেরে দিন-দুপুরে সহপাঠীরা এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে, এমন অভিযোগ উঠেছে। নিহত ওই স্কুল ছাত্রের নাম মোহাম্মদ তানভীর (১৬)। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভার রেলস্টেশন সড়কের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান।

নিহত স্কুল ছাত্র তানভীর পৌরসভার ১নম্বর ওয়ার্ড দেওয়ান নগর গ্রামের মুন্সিপাড়া এলাকার সুলতান আহমেদ সওদাগর বাড়ির প্রবাসী মো. আব্দুল বারেকের পুত্র। এছাড়া সে আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে জড়িত দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সামীর বিন সাইফ (১৬) ও রবিউল ইসলাম (১৬)। উভয়ই উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মোবাইলে ভিডিও ধারণ করা নিয়ে কথা কাটাকাটি এমনকি বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই ঘটনাকে পুজি করে দুই পক্ষ বিবাদে জড়ায়। ওই ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর উভয় পক্ষকে বিবাদে না জড়াতে বাধা দেয়। এতে একপক্ষ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী শিহাবসহ ৭/৮ জন মিলে তানভীর ও তার এক বন্ধুকে বেধড়ক পিটুনি দেয়। এতে তানভীর গুরুতর আহত হয়। ওই সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার লিপিকা চৌধুরী তার অবস্থা তাকে চমেক হাসপাতালে পাঠায়। পরে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিবাদ মেটানোর কারণে একপক্ষ ক্ষুব্ধ হয়ে দুপুরে তানভীরের ওপর হামলা করেছে বলে সূত্র নিশ্চিত করেছে

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন