Logo
Logo
×

সারাদেশ

দুই ভুয়া প্রকল্পে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

দুই ভুয়া প্রকল্পে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি) আওতায় দুটি ভুয়া প্রকল্প দেখিয়ে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আবু সায়েদের বিরুদ্ধে। প্রকল্পের নথিতে কাজ সম্পন্ন দেখানো হলেও সরেজমিনে গিয়ে এসব প্রকল্পের কোনো চিহ্নই পাওয়া যায়নি।

জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে এডিবির বরাদ্দে প্রসাদপুর বাজারের গোলচত্বর সংস্কারের জন্য ৫ লাখ টাকা এবং পাঁজরভাঙা বাজারে নতুন গোলচত্বর নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়। উপজেলা এলজিইডি অফিসের তালিকায় প্রকল্প দুটি যথাক্রমে ৩৪ ও ১৪৫ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বাস্তবে ওই দুই স্থানে কোনো উন্নয়নকাজের অস্তিত্ব নেই। পাঁজরভাঙা বাজারের স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন,এখানে কোনো গোলচত্বরই নেই। নির্মাণ তো দূরের কথা, কাজের কোনো চিহ্নই দেখা যায় না।

উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, প্রসাদপুর বাজারের গোলচত্বরের কাজ টেন্ডারের মাধ্যমে এবং পাঁজরভাঙা বাজারের প্রকল্পটি আরএফকিউ পদ্ধতিতে দেখানো হয়েছে। তবে কে এই কাজ বাস্তবায়ন করেছে বা কবে সম্পন্ন হয়েছে, তা স্পষ্ট করে বলতে পারেননি দায়িত্বপ্রাপ্ত এলজিইডি কর্মকর্তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, টেন্ডারের পর রেজল্যুশনের মাধ্যমে কাজ পরিবর্তন করা হয়েছে। আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি, পরে বিস্তারিত জানানো হবে। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত থাকলে কাজটি বাস্তবায়ন হওয়ার কথা। বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন