Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটির সেই গোলাপি হাতি মারা গেছে

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

রাঙামাটির সেই গোলাপি হাতি মারা গেছে

মাসকয়েক আগে রাঙামাটিতে গোলাপি রঙের কারণে আলোচনায় আসা বন্য হাতির শাবকটি মারা গেছে। তার মৃতদেহ মিলেছে কাপ্তাই হ্রদে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে হ্রদের পানিতে ভেসে আসার সময় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গর বরুণাছড়ি এলাকায় বাজারের পাশেই হ্রদে ভাসমান মৃত হাতি শাবকটি দেখা যায়।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও দেখা যায় মৃতদেহের পেছনে সাঁতরে আসছে বন্য হাতির একটি পাল। এ কারণে মরদেহটি উদ্ধার করতে পারছে না বন বিভাগ।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, বিরল রঙের হাতির শাবকটির মৃতদেহ পাওয়া গেছে। তবে আমরা হাতিটির কাছে যেতে পারছি না।

শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সড়িয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা মূলত অপেক্ষাই আছি।

তিনি আরো বলেন, আমরা ধারণা করছি মাসহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি হয়ত পানিতে পড়ে গেছে। সেখান থেকে আর উঠতে পারেনি।

চলতি বছর জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পার হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো হাতিটির অস্তিত্বের সন্ধান মিললে তোলপাড় শুরু হয় সামাজিক যোগযোগ মাধ্যমে।

ওই সময় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত একটি হরমোনজনিত ইস্যু এবং হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙের ভিন্নতা আসে এবং এই শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন