প্রতিবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা ও এডভোকেসি সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামে প্রতিবন্দী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজ ভিত্তিক পুর্নবাসন বিষয়ক এড ভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইসমাইল হোসেন, বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম,মোঃ রুহুল আমিন প্রমুখ।সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এর জেলা কো-অডিনেটর মো. আবদুস ছালাম।
বক্তারা বলেন দুর্গম অঞ্চলে সাস্থ্য সুরক্ষা ও সমাজ ভিত্তিক পুন বাসনের জন্য নানা কর্মসুচি গ্রহন করেছে ফ্রেন্ডশীপ। বিশেষ করে দুর্যোগ কালে তাদের স্বাস্থ্য সুরক্ষা সহ সবধরনের সহায়তা দেয়া হচ্ছে।



