Logo
Logo
×

সারাদেশ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ছবি : বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকাল ১১টায় আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সোহবানী বাপ্পী।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা প্রথম থেকে দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি ১১৫টি বিজ্ঞান প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্ক চিন্তা ও উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

মেলায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ের ওপর শিক্ষার্থীরা চমৎকার সব প্রজেক্ট উপস্থাপন করে। অনেক প্রজেক্টে দেখা যায় বিদ্যুৎ উৎপাদনের নতুন ধারণা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, রোবটিক্স, সৌরশক্তিচালিত মডেল ও পরিবেশবান্ধব উদ্ভাবন।

অতিথিরা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার এমন উদ্যোগের প্রশংসা করেন তারা।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা অর্জনের জন্যই আমাদের এ আয়োজন। আমরা চাই, তারা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রায় অবদান রাখুক।

দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন