রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে বাঞ্ছারামপুরের মাঠে ব্যারিস্টার অপু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
ছবি : যুগেরচিন্তা
বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সাধারণ নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্টের আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান (অপু) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সর্ব সাধারণের কাছে ৩১ দফা পৌঁছে দিচ্ছেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর, রাধানগর, বুধাইরকান্দি, কৃষ্ণনগর গ্রামে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার অপু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান তিনি। ৩১ দফায় দলীয় যে নির্দেশনা রয়েছে তা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পর্যায়ে ছোট ছোট কর্মসূচি আকারে ছড়িয়ে দিচ্ছেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তারেক রহমান। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে আমাদরে নেতা তারেক রহমান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে। প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছে আমাদের নেতা তারেক রহমান । তাই চাঁদাবাজ লুটতরাজকারীদের বিএনপিতে কোনক্রমেই ঠাঁই হবেনা। বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসংযোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
নেতা কর্মীরা জানান, জনসংযোগের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বেলানগর গ্রামে প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর জনগণের কাছে দলীয় নেতা কর্মীরা জোরদার প্রচারনা মাধ্যমে ৩১ দফা তুলে ধরেন।
এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।



