কর্ণফুলী মোহনায় ১২০০ টন কাঁচামালবোঝাই লাইটার জাহাজ ডুবি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এএম
চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর মোহনায় ১২০০ টন সিরামিক কাঁচামাল নিয়ে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। এমভি জায়ান নামের জাহাজটি শুক্রবার (১৭ অক্টোবর) রাতে যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং শনিবার (১৮ অক্টোবর) সকালে নেভাল একাডেমি–সংলগ্ন এলাকায় ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভ্যাসেল থেকে সিরামিক শিল্পের কাঁচামাল বল ক্লে বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে সাগরে যাওয়ার পর যান্ত্রিক সমস্যায় পড়ে এবং শেষ পর্যন্ত ডুবে যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজটি ১২০০ টন কাঁচামাল বহন করছিল, যা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় বন্দর চ্যানেলে অন্য জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়েনি।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটির স্টিয়ারিং ফেইল করে এবং ইঞ্জিনেও সমস্যা দেখা দেয়। তখন সেটিকে স্থির রাখা হয়। পরদিন সকালে তীরে টানার সময় জাহাজটি ডুবে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিকই নিরাপদে উদ্ধার হয়েছেন।
বন্দর কর্তৃপক্ষ ও জাহাজমালিক প্রতিষ্ঠান যৌথভাবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।



