Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মা-ছেলে হত্যার জট খুলল পুলিশ, নিহতের মামাতো ভাই গ্রেফতার

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

বগুড়ায় মা-ছেলে হত্যার জট খুলল পুলিশ, নিহতের মামাতো ভাই গ্রেফতার

ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাদকাসক্তি ও ঋণের বোঝা থেকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হত্যার পর চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে  রাণী বেগম (৪০) এবং তার ছেলে ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করা হয়।  

তদন্তে উঠে এসেছে, নিহত ইমরানের মামাতো ভাই জিসান (২০) পূর্ব পরিকল্পিতভাবে তার দুই বন্ধু মাহি ইসলাম ও সৈকতকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যায়। তাদের উদ্দেশ্য ছিল ইমরানের মোটরসাইকেল চুরির পর বিক্রি করে ঋণ শোধ ও মাদকের টাকা জোগাড় করা। চুরির সময় ইমরান বাধা দিলে প্রথমে তাকে, পরে তার মা রাণী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পর বগুড়ার পুলিশ সুপার সাইফুল ইসলামের নির্দেশনায় ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা এসআই উৎপল কুমার বোসের নেতৃত্বে গঠিত একটি টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

গত ১৫ অক্টোবর ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে মাহি ইসলামকে গ্রেফতার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাহি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১৮ অক্টোবর সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকা থেকে জিসান ও সৈকতকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, তিন অভিযুক্তই মাদকাসক্ত এবং বিভিন্নজনের কাছে ঋণগ্রস্ত ছিল। অর্থনৈতিক চাপ ও আসক্তির জালে পড়ে তারা এ অপরাধে জড়িয়ে পড়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন