Logo
Logo
×

সারাদেশ

বাঘাইছড়িতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও ভারতীয় পণ্য উদ্ধার

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম

বাঘাইছড়িতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও ভারতীয় পণ্য উদ্ধার

ছবি-যুগের চিন্তা

জেলার বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে।

ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এসব পণ্য দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে লংগদু জোনের একটি টহলদল বাঘাইছড়ি উপজেলার লাইল্যা ঘোনা নলবোনিয়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।

রাত একটার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে সেনাসদস্যরা অনুসরণ করলে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে টহলদল পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি, ১৫০ কার্টন ভারতীয় সিগারেট, ৯০ পিস কসমেটিকস সামগ্রী ও ৯২ বোতল দেশীয় মদ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে অভিযান চলছে। লংগদু সেনা জোনের একজন কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন