Logo
Logo
×

সারাদেশ

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আবদুল মালেক (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল মালেক করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বাদল মিয়া পলাতক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মালেকের ছেলে বাদল মিয়া দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। বিভিন্ন সময় তিনি বাবা মালেকের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শুক্রবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাদল মিয়া উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা হেলাল উদ্দিন জানান, বাদল এলাকার কিছু খারাপ ছেলের সঙ্গে মিশে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায় সময় তাদের সংসারে ঝগড়া-বিবাদ হতো। কিছুদিন আগে তার বাবা মাদক সংক্রান্ত মামলা করলে বাদল কয়েক মাস কারাভোগের পর বাড়ি ফিরে আসেন। এরপর থেকে তার আচরণ আরও খারাপ হয়ে ওঠে। এ কারণে বাদলের স্ত্রীও তার বাবার বাড়িতে চলে গেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ছেলে মাদকাসক্ত ছিল। সে মাদক সেবন করে এসে বাবাকে ছুরিকাঘাত করে, এতে তার মৃত্যু হয়। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন