Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ছবি : জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা জুলাই যোদ্ধারা অংশ নেন। এ সময় তারা রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

জুলাই যোদ্ধারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা “জুলাই সনদ” ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা শেখ মুদাছির তুসি বলেন, “আমরা অন্যায় বা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয় একটি ইতিহাসের ওপর আঘাত। আমরা এই বর্বরতার বিচার চাই।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন