হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কামাল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সমবয়সি শিশুদের সঙ্গে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরের ধারে খেলছিল শিশু ইউসুফ। খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শিশু ইউসুফ পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ইউসুফের মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও এলাবাসীদের মধ্যে চলছে শোকের ছায়া। পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর পায়নি। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ করেনি বা জানায়নি। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।



