Logo
Logo
×

সারাদেশ

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ৮ তলা ভবনের ৭ তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনের তীব্রতায় আশপাশের কয়েকশ মিটার দূর থেকেও তাপ অনুভূত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরাও অংশ নেন। তবে আগুনের ভয়াবহতায় শুরুতে সবাই একপ্রকার অসহায় হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস জানায়, সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানি নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে। ভবনের আটতলা খালি থাকলেও সাততলায় এসব প্রতিষ্ঠানের গুদাম ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ তৈরি করা হয়, আর জিহং মেডিকেল কোম্পানিতে সার্জিকেল গাউনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করা হতো।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ করতে কিছুটা সময় লাগবে। আমাদের ১৭টি ইউনিট এখনো কাজ করছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন