ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় শহরের বিজয় স্তম্ভ থেকে একটি র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক কারযালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিফাত মেহনাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, বেসরকারী সংস্থা ফ্রেন্ডশীপের জেলা কোর্ডিনেটর মোঃ আবদুস ছালাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



