ছবি-যুগের চিন্তা
সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামের বাসিন্দা মো. সুমন আলীর (২১) সঙ্গে দুই বছর আগে পার্শ্ববর্তী হামকুড়িয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে মোছা: হাসি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পত্তির এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
গত ৮ অক্টোবর হাসি খাতুন বাপের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে গত ১০ অক্টোবর সে নিখোঁজ হোন।
নিখোঁজ হবার আগে হাসি খাতুন পাঁচ মাসের গর্ভবতী ছিলেন এবং স্বামীর বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও বাবার বাড়ি থেকে গরু বিক্রি করা দুই লাখ ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান।
স্থানীয়রা অনেকেই মনে করেছেন প্রেম ঘটিত কোনো ঘটনা থাকতে পারে। তবে হাসি খাতুনের স্বামী সুমন আলীর দাবি, ঘটনা যাই হোক না কেনো তার সন্ধান পাওয়াটা জরুরি। আমরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমারা তথ্য প্রযুক্তির সহায়তায় তার সন্ধানের চেষ্টা করছি।



