তাড়াইলে ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পিএম
ছবি : তাড়াইলে ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের তাড়াইলে ব্যবসায়ী হত্যা মামলায় ইসলাম উদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একেই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আজগর আলী সৈকত।
দণ্ডপ্রাপ্ত আসামি ইসলাম উদ্দিন (৫৫) তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেওরিয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি ধলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহত ফকির ওরফে আনার (৩৭) তাড়াইল উপজেলার উত্তর ধলা চকের বাড়ি গ্রামের মৃত. ফজলুর রহমান ফকিরের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, আনোয়ার ফকিরের মামাতো ভাই আপেল মাহমুদকে নৌবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ইসলাম উদ্দিন মেম্বার ২০১৮ সালে পাঁচ লাখ টাকা নেন। পরে চাকরি না হওয়ায় তিনি আংশিক টাকা দুই লাখ পঞ্চাশ হাজার ফেরত দেন। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে তেউরিয়া বাজার মোড়ে ‘মা মেডিক্যাল হল’-এর সামনে বাকি টাকা চাইলে ইসলাম উদ্দিন মেম্বার আনোয়ার ফকিরকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই আখলাকুল ফকির বাদী হয়ে ১৫ জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তভার পায় পিবিআই, এবং তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৮ সালের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে অবশেষে এ মামলার রায় দেন আদালত।
কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “দীর্ঘ সময়ের অপেক্ষার পর আজ এ রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। এটা একটি স্পষ্ট বার্তা প্রতারণা ও হত্যা করে কেউ পার পাবে না।



