চাকসু নির্বাচন
অমোচনীয় কালি না থাকায় বিতর্ক, ভোট চলবে আইডি যাচাইয়ের ভিত্তিতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অমোচনীয় কালি না পাওয়ায় বিকল্প কালি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। তিনি বলেন, “ভোটার শনাক্তকরণে কোনো সমস্যা হবে না, কারণ ছবিযুক্ত ভোটার তালিকা ও আইডি কার্ডের ভিত্তিতেই ভোট গ্রহণ চলছে।”
বুধবার ভোটগ্রহণ শুরুর পর ছাত্রদল, দ্রোহ পর্ষদসহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, ব্যবহৃত কালি সহজেই মুছে যাচ্ছে। এ বিষয়ে অধ্যাপক মনির উদ্দিন জানান, “আমরা জাতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে চকবাজার পর্যন্ত খুঁজেছি, কিন্তু অমোচনীয় কালি পাইনি। যেটা পেয়েছি, সেটাই ব্যবহার করছি।”
তিনি আরও বলেন, “এই কালি সাধারণত জার্মানি থেকে আমদানি করা হয় এবং নির্বাচন শেষে তা ধ্বংস করা হয়। ফলে আমাদের দেশে তা সহজলভ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরেও একই সমস্যা হয়েছে।”
ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আঙুলের কালি মুছে যাওয়ায় বিভ্রান্তি তৈরি হতে পারে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
অধ্যাপক মনির উদ্দিন জানান, “আমরা নিশ্চিত করেছি ভোটার শনাক্তকরণ হবে ছবিযুক্ত তালিকা ও আইডি নম্বরের ভিত্তিতে। তাই কালি না থাকলেও ভোট গ্রহণে সমস্যা হবে না।”
আইটি ফ্যাকল্টিতে সাক্ষর ছাড়া ১২টি ব্যালট পাওয়ার বিষয়ে তিনি বলেন, “রিটার্নিং অফিসার শুরুতে ব্যালটে সাইন করেননি। এজন্য একটি রেজল্যুশনের মাধ্যমে বিষয়টি নথিভুক্ত করা হবে, যাতে বিভ্রান্তি না থাকে।”
ভোটগ্রহণের সময় প্রসঙ্গে তিনি বলেন, “যতক্ষণ কেন্দ্রের চৌহদ্দিতে ভোটার থাকবে, ততক্ষণ ভোট গ্রহণ চলবে। কিছু কেন্দ্রে ৩০ মিনিট দেরি হলেও তা প্রস্তুতির কারণে।”
বহিরাগতদের বিষয়ে অভিযোগ উঠলেও অধ্যাপক মনির উদ্দিন জানান, “আমরা পর্যবেক্ষকদের জন্য কার্ড দিয়েছি। বৈধ কার্ড ছাড়া কেউ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের চাকসু নির্বাচনে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এবং কয়েকটি বাম ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে। ভিপি পদে ২৪ জন এবং জিএস পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধ্যাপক মনির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য এটি একটি উৎসবমুখর অভিজ্ঞতা।”



