Logo
Logo
×

সারাদেশ

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মানববন্ধন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ও পোস্টার হাতে নিয়ে এতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ— এগুলোই আজ গণমানুষের দাবি।

তিনি আরও বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে স্পষ্ট হবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে। শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন