দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়ানো নিয়ে কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
ছবি-যুগের চিন্তা
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ব্রাকের এক কর্র্মশালা মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা আলোর ভুবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান প্রমুখ। কর্র্মশালায় দীর্র্ঘ দিন পর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় বন্যা খরা শীত সহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আবারও বিভিন্ন ভাবে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে কাজ করবে। এ জন্য ইতিমধ্যে তারা বিভিন্ন পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছে।
কর্র্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্র্মতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বপ্ন সারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ৮টি ক্লাবের ১৮জন গ্রাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হয়।



