Logo
Logo
×

সারাদেশ

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত

ছবি : সংগৃহীত

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আহমেদ রোমান (৩২), মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে; ও মুজিবুল হক দুর্জয় (৩২), পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদল নেতা এবং বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যক্তিগত কাজ শেষে রাজধানী থেকে শিবচরে ফিরছিলেন দুই নেতা। পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শিবচরের গ্রামে নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, “রোমান ও দুর্জয় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। রাজনৈতিক কর্মকাণ্ডে তারা একসঙ্গে সক্রিয় ছিলেন। তাদের অকাল মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।” দলীয়ভাবে শোকবার্তাও প্রকাশ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন