Logo
Logo
×

সারাদেশ

চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, চালক গ্রেফতার

Icon

বরিশাল প্রতিনিধি:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, চালক গ্রেফতার

গ্রেফতার বাসচালক সাকিব হাসান

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে আসা এক স্কুলছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী তার এক ছেলেবন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব হাসানসহ কয়েক শ্রমিক ছেলেবন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেন। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অভিযুক্তদের গ্রেফতার ও ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধারে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমাদের একাধিক দল কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন