চিপসের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক
লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম
ছবি : শিশু ধর্ষণে অভিযুক্ত পলাতক বশির সর্দার
লক্ষ্মীপুরের কমলনগরে বশির সর্দার নামে ৬৫ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির সর্দার পলাতক রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রতিবেদকের কাছে নির্যাতিত শিশুটি তার নির্যাতনের বর্ণনা দেন।
অভিযুক্ত বশির ওই এলাকার মৃত আলি হোসেনের ছেলে। সে পেশায় চরবসু বাজারের একজন চা দোকানদার। শিশুটি স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেনীর শিক্ষার্থী।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শিশুর পরিবার জানায়, গত ১১ অক্টোবর সকালে মাদ্রাসা থেকে ফিরে শিশুটি নাস্তা করতে বশিরের দোকানে যায়। সেখানে চিপস খাওয়ানোর প্রলোভনে দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এরপর মুখ বন্ধ রাখতে হুমকি দিয়ে তার হাতে একটি চিপস ধরিয়ে দেয়। বাড়ি ফিরে শিশুটি মাকে বিষয়টি জানায়। গোসল করানোর সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে নিশ্চিত হন শিশুর মা।পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যদের বিষয়টি জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, বশির সর্দার একজন খারাপ চরিত্রের লোক। তার বিরুদ্ধে এলাকায় এর আগেও একাধিক নারী ও শিশু ধর্ষণের অভিযোগ আছে। সে এলাকার দুশ্চরিত্র ব্যক্তি হিসেবে পরিচিত।
শিশুটির মা জানান, তারা বিষয়টি নিয়ে থানায় মামলা করবে। এবং ধর্ষকের শাস্তি দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবার তাকে ঘটনাটি জানিয়েছেন। তিনি আইনী পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ অবগত করেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবুও তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।



