Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ব্যাটারী কারখানায় বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম

নরসিংদীতে ব্যাটারী কারখানায় বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

ছবি-যুগের চিন্তা

নরসিংদীতে পুরাতন ব্যাটারী থেকে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে ৭ শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত শ্রমিকরা হলেন, নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়াও আরো চার শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাটারী কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়।

রবিবার সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় কারাখানার শ্রমিক ও স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে চিকিৎসা দেয়। আশংকাজনক অবস্থায় তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এদিকে দুপুরে কারখানাটিতে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। ফলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে ৭ জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে দুইজনের শরীরের ৬০ ভাগ এবং ১ জনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকী চারজনকে সাধারণ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের উপ-পরিদর্শক মো. দেলেয়োর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কারখানায় কাউকে পাইনি। বর্তমানে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা এখন নিরাপত্তার জন্য এখানে অবস্থান করছি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন