Logo
Logo
×

সারাদেশ

তালায় আগাম শীতকালীন সবজি চাষে উৎসবের আমেজ

Icon

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম

তালায় আগাম শীতকালীন সবজি চাষে উৎসবের আমেজ

সাতক্ষীরার তালা উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মৌসুমের শুরুতেই মাঠে জমে উঠেছে বীজ বপন, আগাছা দমন ও সবজির পরিচর্যার ব্যস্ততা। গত বছরের তুলনায় এবার চাষের পরিধি বেড়েছে উল্লেখযোগ্য হারে। কৃষকেরা বলছেন, আগের মৌসুমে ভালো দাম পাওয়ায় এ বছর আরও বেশি জমিতে চাষ করেছেন তারা—সবজি বিক্রি করে দ্রুত স্বাবলম্বী হওয়ার আশায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, চলতি মৌসুমে তালায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে কপি (বাঁধাকপি, ফুলকপি) চাষ হয়েছে। কৃষি বিভাগ জানায়, মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রয়েছে।

শনিবার উপজেলার খলিলনগর, তালা সদর, মাগুরা ও ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে—কৃষকেরা মুলা, করলা, ঢ্যাঁড়স, শিম, বেগুন, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি, গাজর, লালশাক, পুঁইশাক ও লাউসহ নানা সবজি চাষ করছেন। আগাম সবজির ভালো দাম থাকায় কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে কয়েকগুণ।

খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের কৃষক মহিদুল ইসলাম বলেন, সবজি চাষেই আমাদের সংসারে সচ্ছলতা এসেছে। এক বিঘা জমিতে আগাম বাঁধাকপি চাষে ৩০–৩৫ হাজার টাকা খরচ হয়েছে। বাজার ভালো থাকলে ১ লাখ টাকার মতো লাভ হবে।

একই এলাকার কৃষক গফুর মোল্লা জানান, ২৫ কাঠা জমিতে ফুলকপি চাষে তাঁর খরচ হয়েছে প্রায় ২২ হাজার টাকা। তিনি বলেন, আরও কিছুদিন পর তুলতে পারব। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এ বছর আগাম শীতকালীন সবজি চাষ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ ঠেকাতে মাঠে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, আগাম চাষ করা সবজির বাজারমূল্য সাধারণত বেশি থাকে। তাই অনেক কৃষক মৌসুমের শুরুতেই জমি প্রস্তুত করে বীজ বপনে ঝুঁকছেন। এতে একদিকে কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে দেশের বাজারেও আগেভাগে আসছে শীতের সবজি। কৃষকেরা আশা করছেন—যদি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তাহলে এই মৌসুমে লাভ আরও বাড়বে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন