রাঙ্গামাটিতে সেনাঅভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ি এলাকা থেকে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর দুই সন্ত্রাসীকে অস্ত্র-গুলি ও ওয়াটকিসহ সেনাবাহিনী আটক করেছে । রাঙ্গামাটি সেনা রিজিয়ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। ওই চেক পোষ্ট এর নিকট একটি মোটর সাইকেল আসার পর সেনাসদস্য দেখে আরোহিরা দ্রুত পালানোর চেষ্টা করে।
এই সময়ে সেনাসদস্যরা মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। আটককৃতরা হলো ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। তাদের তল্লাশির করে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে।



