Logo
Logo
×

সারাদেশ

দেশে যতটি পৌরসভা আছে তার মধ্যে দুর্বল কিশোরগঞ্জ : স্বাস্থ্য সচিব

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

দেশে যতটি পৌরসভা আছে তার মধ্যে দুর্বল কিশোরগঞ্জ : স্বাস্থ্য সচিব

ছবি-যুগের চিন্তা

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। এখানে কোন কাজ হয় না।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় সচিব মো. সাইদুর রহমান বলেন, আমরা সবাই কমিটেড হয়েছি। কিশোরগঞ্জের কোন রোগী যেন ঢাকা না যায়। এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সম্মিলিতভাবে সেটা করার চেষ্টা করবো। এছাড়াও আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, প্রথম অবস্থায় পাঁচটি বেড স্থাপন করার বিষয়ে কাজ করবো এবং বাচ্চাদের জন্য এনআইসিও এর জন্য আমরা চেষ্টা করবো।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মজিবুর রহমান, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো: আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা. জাহাঙ্গীর আলম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো: সাইফুল ইসলামসহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন