পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক, দুয়ারে কড়া নাড়ছে শীত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩০ এএম
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে টানা দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। রাতভর কুয়াশা ঝরছে যেন বৃষ্টির মতো, আর ভোর হতেই জেলার গ্রাম থেকে শহর—সব কিছু সাদা চাদরে আচ্ছন্ন হয়ে পড়ছে। প্রকৃতি যেন আগাম বার্তা দিচ্ছে—দুয়ারে উপস্থিত শীত।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকছে।
ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়ের মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ ও শহরের রাস্তাঘাট। দৃশ্যমানতা কয়েক হাত দূরে সীমাবদ্ধ হয়ে পড়ায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘাসের ডগা, গাছের পাতা ও ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দু যেন জানিয়ে দিচ্ছে, শীতের আগমন খুব কাছে।
গলেহাহাট এলাকার বাসিন্দা মশিউর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। যেন কুয়াশা বৃষ্টি হয়ে ঝরছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না।
চাকলাহাটের অটোচালক জমির উদ্দীন বলেন, ঘন কুয়াশায় রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না, তাই হেডলাইট জ্বালিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়েছে।
টুনিরহাটের জাহাঙ্গীর আলম জানান, দুই দিন ধরে কুয়াশা পড়ছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত কুয়াশা ছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, অক্টোবরের শেষ দিক থেকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়তে পারে। ধীরে ধীরে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহ শুরু হলে নভেম্বর নাগাদ উত্তরবঙ্গসহ সারাদেশেই শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হবে।



