Logo
Logo
×

সারাদেশ

মা-বাবাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখলো ছেলে

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম

মা-বাবাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখলো ছেলে

ছবি-সংগৃহীত

ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে মাটি চাপা দেওয়ার লোমহর্ষক ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে । এ ঘটনায় ঘাতক ছেলে রিয়াদ হাসান রাজুকে (৩০)গ্রেফতার করেছে ত্রিশাল পুলিশ। নিহতরা হলেন-বাবা মোহাম্মদ আলী (৭০) ও মা বানোয়ারা বেগম (৬০)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বৈলরের বাশকুড়ি গ্রামে এই লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়,বুধবার দিনের বেলায় মা বানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে লাশ লুকিয়ে রাখে ছেলে রিয়াদ হাসান রাজু। এরপর সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাইরে থেকে ঘরে আসলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর ঘরের মেঝের মাটি খুঁড়ে বাবা ও মা’র লাশ পুঁতে রাখে। একই সঙ্গে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ঘাতক বোনদের খবর দেয় বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই খবরে বৃহস্পতিবার সকালে বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলে ভাই রাজুর কর্মকাণ্ডে তার সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘরের ভেতরের মেঝের মাটি খোঁড়া এবং রক্তের দাগ দেখে বোন জরিনা ঘটনাটি প্রতিবেশীদের জানায়। এসময় বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা রাজুকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।

ত্রিশাল থানার ওসি মো.মনসুর আহম্মেদ বলেন,ঘাতক ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে,তার মনে শান্তি নেই। বিগত কয়েক বছর আগে বিয়ে করেছে। তার স্ত্রী ও এক মেয়ে আছে। আগে সে একটি কোম্পানিতে চাকরি করতো। কিন্তু,বর্তমানে তার কোনো কাজকর্ম নেই। তাই কিছুদিন ধরে সে ব্যবসার জন্য বাবা-মা’র কাছে টাকা চাইছিল। কিন্তু, বাবা-মা টাকা দিতে রাজি না হওয়ায় রাগে-ক্ষোভে সে এই ঘটনা ঘটিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন