Logo
Logo
×

সারাদেশ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : যুগেরচিন্তা

খুলনার পাইকগাছায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন করেন অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুরে উপজেলার লস্কর ইউনিয়নের খরিয়া দাখিল মাদরাসা সংলগ্ন মেইন রাস্তায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খড়িয়া দাখিল মাদরাসার সুপার জিএম মনিরুজ্জামান, মাদ্রাসার সভাপতি ও সাবেক শিক্ষক মো. ছামছুর রহমান গাজী, গ্রাম বাসীর পক্ষ থেকে মো. হযরত আলী। এ সময় বক্তারা বলেন, অভিযুক্ত বাদশা সানা একজন কু-চরিত্রের মানুষ। সে ইতিপূর্বেও এলাকার আরও কয়েকটি মেয়েদের সাথে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে এমনকি তার পরিবারের চাচি ও বোনকেও ছাড় দেয়নি

গত ৫ অক্টোবর ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর সাথে একইরুপ আচরণ করে তার শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগো হয়েছে। বক্তরা আরও বলেন, এই বাদশার জন্য এখন অনেক শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে পারছেন না। কারন তাদের সাথেও মাঝে মধ্যে রাস্তায় এমন আচরণ করে সে। কু- চরিত্রের এই জঘন্য ব্যক্তি বাদশার শাস্তি ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনাও করেন এলাকাবাসী। জানা গেছে অভিযুক্ত বাদশা খড়িয়া গ্রামের ইয়াসিন আলী সানার ছেলেভিকটিম শিক্ষার্থী একই গ্রামের জনৈক বাবুলের মেয়ে।

মানববন্ধনবিক্ষোভ মিছিলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী, ছাত্রদল নেতা মো. রাসেল, কৃষকদলের ইউনিয়ন সভাপতি ডাঃ সাহামত, স্বেচ্ছাসেবক দল নেতা ছাইবুর ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুর রাজ্জাক, আনারুল সরদার, শাওন সানা, শফি সানা, সোয়ান সানা, হবি সানা, রিপন সরদার, জাকির সানা, আশরাফুল সানাসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত বাদশা জানান, সে সম্পর্কে আমার শালিকা হয়। তার সাথে এ সংক্রান্ত কোন ঘটনা আমার সাথে ঘটেনি। তবে আমার দোকান নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ থাকায় তারা উদ্দেশ্যমূলক ভাবে আমাকে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করছে।

এদিকে বিক্ষপ্ত জনতা অভিযুক্ত বাদশার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন