Logo
Logo
×

সারাদেশ

নাশকতার মামলায় ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক গ্রেপ্তার

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম

নাশকতার মামলায় ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (মাহফুজ)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌরসদরের কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। তিনি ২০১৭ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

ডিবি সূত্র জানায়, বিগত সরকার পতনের পর থেকে মাহফুজুল হক আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডেমরায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে তোলার প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন