Logo
Logo
×

সারাদেশ

পিআর পদ্ধতি নিয়ে বাঞ্ছারামপুরে জামায়াতের গোলটেবিল বৈঠক

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম

পিআর পদ্ধতি নিয়ে বাঞ্ছারামপুরে জামায়াতের গোলটেবিল বৈঠক

ছবি : যুগেরচিন্তা

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোলটেবিল বৈঠক করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (৮ অক্টোবর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন খাশনগরী, পৌর জামায়াতের সভাপতি সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর পৌর শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আশরাফ আলী।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচনে জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করার দাবি জানান তারা।

এছাড়া তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন—

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।

২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এতে বক্তারা বলেন, ‘জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে।’

গোলটেবিল বৈঠকে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন