নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম
ছবি : চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
নরসিংদীর নজরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বুধবার (৮ অক্টোবর) দুপুরে নরসিংদী শহরের সুতাপট্টি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ ফরিদ সরকার।
তিনি অভিযোগ করেন, জালাল উদ্দিন সরকার একসময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন এবং সাবেক এমপি নজরুল ইসলাম হিরুর আশীর্বাদে নির্বাচনে ডামি প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চাঁদা না দিলে সাধারণ মানুষকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। এমনকি তার বাড়ির সামনে দিয়ে চলাচল করলেও মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জালাল উদ্দিন সরকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সম্পদ পাহারা দিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন এবং নজরপুরে টাকার বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন করছেন। এলাকাবাসী তার হাত থেকে মুক্তি চায় এবং নিরাপদে বসবাসের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়নের আলতাব হোসেন, মোহাম্মদ শাজাহান, আমজাদ হোসেন, আসাদ মিয়া সহ আরও অনেকে।
এর আগে জালাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় উপজেলা বিএনপি নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করে। স্থানীয়রা অভিযোগ করেন, তার নেতৃত্বাধীন ‘জালাল বাহিনী’ বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মতো ঘটনা ঘটিয়ে চলেছে।



