Logo
Logo
×

সারাদেশ

এএসপি'র উপর হামলার ঘটনায় বিএনপি নেতা আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

এএসপি'র উপর হামলার ঘটনায় বিএনপি নেতা আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ

ছবি : এএসপি'র উপর হামলার ঘটনায় বিএনপি নেতা আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের উপর হামলার ঘটনায় বিএনপি'র ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করে শহর বিএনপির সহ-সভাপতি  আলমগীর হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল।

অভিযুক্ত আলমগীর নরসিংদী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুতের বড় ভাই।

নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় যে, গত ৪ অক্টোবর, শনিবার শহরের আরশিনগর সিএনজি ট্যাম্পু স্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম এর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আপনি সিএনজি স্ট্যান্ডের ইজারাদার ও সিএনজি শ্রমিক সমিতির সভাপতি পাশাপাশি আপনি নরসিংদী শহর বিএনপি'র সহ-সভাপতি। এ হামলার ঘটনায় বিএনপি'র ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা শহর বিএনপি'র পক্ষ হতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনি শহর বিএনপি'র সহ-সভাপতি হিসেবে এ দায় এড়াতে পারেন না। অতএব বিএনপিকে দায়মুক্ত করা এবং সার্বিকভাবে দলের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আপনাকে ৪৮ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য আহ্ববান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে একতরফাভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এব্যাপারে নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল জানান, আমার জানামতে আলমগীর হোসেন নরসিংদী পৌর শহরের একজন ইজারাদার হিসেবেই টাকা তোলেন। তবে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনাটি সম্পূর্ণ ন্যাক্কারজনক। হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করা হয়েছে। দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে দলের পক্ষে  ইতিমধ্যে লিখিতভাবে আলমগীর হোসানের কাছে জবাব (কারণ দর্শানো নোটিশ) চাওয়া হয়েছে। পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে ও সিনিয়র নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুসারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু বলেন, এই আঘাত শুধু পুলিশ সুপারের উপর নয় সারা বাংলাদেশের উপর আঘাত করেছে। আমরা কেউ নিরাপদ নই। এই ঠিকাদারির নামে যারা নরসিংদীতে অরাজকতা, অস্থিতিশীলতা করছে তাদের গডফাদার জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ। তার সন্ত্রাসী বাহিনী ধারাই পুলিশের উপর হামলা হয়েছে। সন্ত্রাসী যেই দলের হউক তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি  তাকে বহিষ্কার করতে হবে।

এর  আগে শনিবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল  দিচ্ছিলো। এসময় তারা খবর পান পৌর শহরের আরশিনগর এলাকায় ভয়ভীতি দেখিয়ে যানবাহন থেকে চাঁদা তুলছে। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে আসামিদের ভয়ভীতি প্রদর্শন ও শক্তির মহড়া দিয়ে অটোরিকশা ও বিভাটেক থেকে চাঁদা তুলতে দেখেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গেলে নরসিংদী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুতের বড় ভাই শহর বিএনপির সহসভাপতি আলমগীরের নির্দেশে একদল লোক পুলিশের কাজে বাঁধা দেয় ও অতিরিক্ত পুলিশ সুপারের ওপর আক্রমণ করে। এঘটনায় শনিবার (৫ অক্টোবর) রাতে নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করে। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও মামলার এজাহার ভুক্ত আসামি বিএনপি নেতা আলমগীরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এছাড়াও গত কয়েকদিন পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম জিরোটলারেন্স ঘোষনা করেন। এর পর থেকে তিনি বিভিন্ন প্রতিকুলতার শিকার হতে হয়। তিনি নিজে তা ব্যক্তিগত ফেইসবুকে স্ট্যাটাস দেন। একই সাথে তার উপর যে কোন সময় হামলার আশঙ্কার কথা জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন