হেফাজতের অবরোধ প্রত্যাহার, ৫ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে হেফাজতে ইসলামের ডাকা অবরোধ ৫ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে হাটহাজারীতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর হেফাজতের নেতারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, ওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পর হেফাজতের সদস্যরা ঘাতক চালক, গাড়ি ও মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের এজাহার পরিবর্তনের প্রস্তাব দেয়। হেফাজত নেতারা মামলায় ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করতে চাইলে পুলিশ তা গ্রহণ না করায় ক্ষোভের সৃষ্টি হয়।
এর প্রতিবাদে বুধবার সকাল থেকে হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়কে অবরোধ শুরু হয়, ফলে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে হেফাজত।



