Logo
Logo
×

সারাদেশ

যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম

যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়ছে

ছবি : সংগৃহীত

উজানে টানা ভারী বৃষ্টিপাত ও ঢলের প্রভাবে বগুড়ায় যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে পানি বেড়েছে ৯৯ সেন্টিমিটার।

হঠাৎ পানি বৃদ্ধিতে নদীতীরবর্তী এলাকায় ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে এবং নিম্নাঞ্চলের কৃষকরা ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সারিয়াকান্দি উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণের কারণে রোববার (৫ অক্টোবর) থেকে যমুনার পানি ক্রমাগত বাড়ছে।

তিনি বলেন, ‘মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘যমুনার পানি বাড়ার হার অস্বাভাবিক হলেও এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। আগামী দু’একদিন পানি আরও বাড়তে পারে, তবে বন্যার আশঙ্কা নেই।’

স্থানীয়রা জানান, হঠাৎ পানি বাড়ার কারণে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। এতে ঘরবাড়ি ও চাষযোগ্য জমি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন