কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফুলতলা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে এই যানজটের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, বিকল ট্রাকটি মহাসড়কের উভয় লেনে যান চলাচলে বাধা সৃষ্টি করে। ধীরে ধীরে যানজট ফুলতলা থেকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দুপুর সোয়া ১টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।
যাত্রী জুনায়েদ আহমেদ বলেন, “দুই ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, কিন্তু সময় মহাসড়কেই চলে যাচ্ছে। প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।”
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ফুলতলা এলাকার সড়কটি খানাখন্দে ভরা এবং অত্যন্ত নাজুক। এর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ায় যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিকল ট্রাকটি সরিয়ে নিতে কাজ করছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



