Logo
Logo
×

সারাদেশ

মাদক কারবারির মোটরসাইকেলে পোড়ালো জনতা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম

মাদক কারবারির মোটরসাইকেলে পোড়ালো জনতা

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইমন মিয়া (২০) নামে এক মাদক কারবারির  মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন মাদক কারবারি একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘুরছিল। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা ধাওয়া করে। এসময় তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যায় আর একজনকে আটক করে উপস্থিত জনতা। পরে এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমন মিয়াকে আটক করে। আটককৃত ইমন মিয়া অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘির পাড় এলাকার নেশের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আটক ইমন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। তার কারণে এলাকায় যুবসমাজ বিপথে চলে যাচ্ছিল। জনতা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।

সচেতন মহল বলছে,অষ্টগ্রামে মাদকবিরোধী আন্দোলনে এখন সাধারণ মানুষও সরব হয়ে উঠেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ প্রশাসনের প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, “স্থানীয়দের সহায়তায় একজন মাদককারবারিকে আটক করা হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন