কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে দুজনের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে শিশুর মৃত্যু হয়।
বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।
এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরু খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। পরে মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন করে পরিবারের লোকজন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, চর লুচনির ওই ব্যক্তি ঘাস কাটছিলেন তখনি বজ্রপাতে আহত হলে হাসপাতাল আনার পথে মারা যায়। নুন খাওয়ার শিশু মারা পাওয়ার খবর পাওয়া গেছে। দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। # রাজু মোস্তাফিজ



