পাকুন্দিয়ায় ছয় গরু চুরি, আতঙ্কে কৃষকরা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম
ছুবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া ৬টি গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এতে পুলিশের আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক।
রবিবার (০৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী কৃষক মালিক দ্বীন ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল শনিবার গভীর রাতে উপজেলার এগারোসিন্দু ইউনিয়নের বাহাদিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মালিক দ্বীন ইসলাম জানান, গতকাল রাতে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। দিবাগত রাতে কোন একসময়ে আমার ১টি দোয়াল গাভী সহ ১টি বাছুর, ১টি গর্ভবতি গাভী, ১টি গাভী বাছুর, মোট ৪টি গরু কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩(তিন) লক্ষ টাকা এবং একই বাড়ির মাইন উদ্দিনের ১টি গাভী সহ ১টি বাছুর, যার বাজার মূল্য ১লক্ষ ৭০ হাজার টাকা।
এ সময় তারা জানান, আমরা উভয়েই রাত প্রায় ০৩ ঘটিকার সময় গরু দেখার জন্য উঠি এবং গোয়াল ঘরে যাই। গিয়ে দেখি আমাদের গরুগুলি গোয়াল ঘরে নেই। তখন আমাদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আশে পাশের লোকজন নিয়ে এলাকায় খোঁজাখোঁজি করি এবং আমাদের বসত ঘরে লাগানো সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখি। কিন্তু সিসি ক্যামেরা মধ্যে চুরের চেহারা চিনিতে পারি নাই। এরপর সকালে আশ পাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে আসি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কৃষক দুপুরের দিকে এসে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোরতৎপরতা চালানো হচ্ছে।



