ছবি : সংগৃহীত
বগুড়ায় বজ্রপাতে এক গৃহবধু নিহত হয়েছেন। রবিবার দুপুরে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শেফালি বেগম। তিনি ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক।
জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, 'আমি নদীর এপারে বসে ছিলাম, হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।'
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে৷ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।



