Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে রোহিঙ্গা পাচারচক্রের ৬ সদস্য আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম

টেকনাফে রোহিঙ্গা পাচারচক্রের ৬ সদস্য আটক

ছবি : টেকনাফে রোহিঙ্গা পাচারচক্রের ৬ সদস্য আটক

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পাচার করে আনা চক্রের নারী সহ ৬ সদস্যকে আটক করেছে বিজিবি।

শনিবার দিবাগত মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলো, মিস্ত্রিপাড়ার প্রবাসি মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), ২০ নম্বর ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), জামতলি ১৫ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫), ২৬ নম্বর ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)।

অভিযান চলাকালিন কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) সহ ৪ জন পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

তিনি জানান, সাগর পথে মিয়ানমার থেকে পাচার করে বেশ কিছু বিদেশি নাগরিককে পাচারকারী চক্র টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখে পরে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতির খবর পেয়ে বিজিবি এই অভিযান চালায়। বিজিবির অভিযান দলটি শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার শামসুন্নাহারের বাড়িটি ঘেরাও করলে চক্রের ৪ জন সন্দেহভাজন বাড়ির পিছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মানব পাচারকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার করে আনা এই লোকজনকে সাময়িকভাবে তার বাড়িতে লুকিয়ে রাখতেন। এছাড়াও, কতিপয় অপরাধী স্বীকার করেছে যে, তারা মিয়ানমার থেকে লোকজনকে অবৈধভাবে পাচার করে এনে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যায়। এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন