বান্দরবানের তমব্রু সীমান্তে ফের গোলাগুলির শব্দ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমার অভ্যন্তর থেকে ফের ভেসে এসেছে গোলাগুলির শব্দ, এতে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের তমব্রুর ৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
স্থানীয় সূত্র ও নিরাপত্তা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ চলছে। আধিপত্য বিস্তারের জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তমব্রু এলাকার বাসিন্দা মনির আহমেদ বলেন, রাত আটটার দিকে মিয়ানমার অভ্যন্তরে হঠাৎ প্রচণ্ড শব্দে গোলাগুলি শুরু হয়। প্রথমে মনে হয়েছিল আতশবাজি ফাটানো হচ্ছে, পরে বুঝতে পারি গোলাগুলির শব্দ। প্রায় আধা ঘণ্টা থেমে থেমে গুলি চলেছে।
তিনি আরও জানান, আরাকান আর্মি দীর্ঘদিন ধরে ওই সীমান্তের নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক সময়ে আরসা ও আরএসও যৌথভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে। শনিবার রাতেও মিয়ানমারের ভেতর থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী লোকজন আতঙ্কে ঘরের ভেতরে অবস্থান নেয়, কেউ কেউ সন্তানদের নিয়ে নিরাপদ স্থানে সরে যায়।
এদিকে, সীমান্তের উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। তিনি বলেন, ঘটনাটি আমাদের সীমান্তের ভেতরে নয়, মিয়ানমারের তিন থেকে চারশ মিটার অভ্যন্তরে ঘটেছে। বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।



