অতিরিক্ত মদ্যপানে দু’জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম
ছবি-সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন– মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (২০)। এ ছাড়া মদ্যপানে অজিত, সুমন ও মন্টু মালাকার নামে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মির্জাপুর গ্রামে শ্রীনিবাস, সৌরভসহ আরও কয়েকজন মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার ভোরে নিজ বাড়িতে শ্রীনিবাসের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তারও মৃত্যু হয়।
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বৃদ্ধ শ্রীনিবাসের বাড়িতেই মৃত্যু হয়েছে। আর সৌরভ হাসপাতালে মারা গেছে।
তিনি বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



